• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত

   ৫ জুলাই ২০২৫, ০৯:২৭ এ.এম.
গাজায় নিহতদের বহন করছেন স্বজনরা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো হামলায় এই প্রাণহানি ঘটে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সর্বশেষ এই হামলাসহ গত ২১ মাসের ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ইসরায়েলের অন্তত ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

হামাসের ওই হামলার পরদিন থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলা এ অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে ফের নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

দ্বিতীয় দফার চলমান অভিযানে গত আড়াই মাসে গাজায় আরও ৬ হাজার ৭১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৩ হাজার ৫৮৪ জন।

এদিকে, হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করার ঘোষণা দিয়েছে আইডিএফ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত