• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভারতকে রুখতে বিএনপিকে অবশ্যই ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম

   ৫ জুলাই ২০২৫, ০৩:২৭ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

পাবনা প্রতিনিধি 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে অবশ্যই ক্ষমতায় আনতে হবে। এই সরকারের প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। ভারততে ধমক দেওয়ার জন্য ও তাদের ঠেকাতে হলে বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। বিএনপি ছাড়া টুপি রক্ষা করার কেউ নেই। 

শুক্রবার (৪ জুলাই) বিকাল ৫:৩০ মিনিটে পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স  কলেজে মাঠে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিন এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, যারা আজকে আমাদের বিরোধিতা করছে তারা সারা দেশে কয়টা সিট পাবে? বেগম খালেদা জিয়ার আপনাদের জন্য অনেক দুর্নাম হয়েছে। আপনারা এখন খালেদা জিয়াকে ছেড়ে যাচ্ছেন কেন? অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মিলাতে চান। আসলে আওয়ামী লীগ চোরের দল, লুটেরার দল। আর বিএনপি গণমানুষের দল।

তিনি বলেন, দেশে সংকট কিন্তু কাটেনি, ফ্যাসিস্ট হাসিনা সীমানার ওপারে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে আছে। গত ১৫ বছর নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, ব্যবসা ধ্বংস হয়েছে, তবুও দেশ ছেড়ে যায়নি।

হাসান জাফির তুহিনকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আপনাদের ওপর আজকে দিয়ে গেলাম। তুহিন পাবনা-৩ আসনে নিতে আসেনি। তিনি দিতে এসেছেন। তুহিন অত্যন্ত সৎ ও দক্ষ সংগঠক। টেকনাফ থেকে তেঁতুলিয়ার কৃষকদের সংগঠিত করতে দলের দুঃসময়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। দলের জন্য জীবন কিন্তু বিপন্ন হয়েছে তার। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাংসদে পাঠাতে হবে।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, এই অঞ্চলে আমার একটা ভাই নেই, বোন নেই, নেই কোনো আত্মীয় স্বজন। বাড়িঘরও নেই। আপনারাই আমার ভাইবোন ও আত্মীয় স্বজন। সবাই আপন ভাইয়ের মতো ভাই হয়ে কাজ করবেন। দলের সুসময়ে ও দুঃসময়ে আমি আপনাদের পাশে থাকব। মেধাবীদের চাকরির ব্যবস্থা করব। ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া হবে। কেউ আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। সবাই মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবে। আন্দোলনে পাশে ছিলাম, থাকবো। এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করে দেওয়া হবে।

ভাঙ্গুড়া উপজেলার বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ খান, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, কৃষক দলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু
শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু