• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

   ৫ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)"বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং" বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে  ছাত্রী যৌন হয়রানি, অশালীন ও একাধিক অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ আনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অভিযোগ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার জানান, বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেন।

অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।এ কমিটিকে আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, বিভাগের একাধিক শিক্ষার্থী লিখিতভাবে অভিযোগ করে জানিয়েছেন যে, ড. আজিজুল ইসলাম তাদের প্রতি অশালীন মন্তব্য, পোশাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ কথা, ক্লাসরুমে অশোভন আচরণ এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমুর মতো প্ল্যাটফর্মে ভিডিও কলে আপত্তিকর কথাবার্তা বলেছেন। এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদেশক্রমে ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুলকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।
 
তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিন বলেন, ‘আমি চিঠি পেয়েছি। আগামী ৭ জুলাই কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকে বসব। যথাসময়ে প্রতিবেদন দাখিল করব, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ