• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জনসমক্ষে এলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

   ৬ জুলাই ২০২৫, ০৯:৫৬ এ.এম.
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার প্রাক্কালে শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেইনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রোববার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, খামেনি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং শ্রোতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর এটি তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।

গত ১৩ জুন ইরান-ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই যুদ্ধে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। এই যুদ্ধের ১২ দিনের মধ্যে খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা দিয়েছিলেন, যার ফলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি গোপন কোনো আশ্রয়ে রয়েছেন।

তবে শনিবারের সরাসরি উপস্থিতি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। টেলিভিশন ফুটেজে খামেনিকে আবেগঘন ভঙ্গিতে সমর্থকদের সঙ্গে কথা বলতে এবং প্রবীণ শিয়া ধর্মীয় গায়ক মাহমুদ কারিমিকে অনুরোধ করতে দেখা যায় দেশাত্মবোধক গান ‘ও ইরান’ পরিবেশনের জন্য। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় এই গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেহরানের ইমাম খোমেইনি মসজিদে, যা ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেইনির নামে নামকরণ করা। এই উপস্থিতি এমন সময়ে হলো যখন ইরানসহ শিয়া বিশ্ব মোহররম মাসে শোক পালন করছে। মোহররমের দশম দিন, অর্থাৎ ৬ জুলাই, পবিত্র আশুরা উদযাপিত হয়। এই দিনে মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেইনের কারবালার ট্র্যাজেডিতে শাহাদত স্মরণ করেন।

প্রতিবছর আশুরার অনুষ্ঠানে খামেনির উপস্থিতি নিয়মিত ঘটনা হলেও এবারের যুদ্ধকালীন অনুপস্থিতি নানা গুজব ও উদ্বেগের জন্ম দেয়। অনেকেই ধারণা করছিলেন, তিনি হয়তো নিরাপত্তাজনিত কারণে গোপন বাংকারে অবস্থান করছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত