• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে-মান্না

   ৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ পি.এম.
বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে বিএনপিই জয়ী হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, অনেকে অনেক কিছু বলছেন, বড় বড় সভা করছেন, কিন্তু দেশের মানুষ এখনও বিএনপির দিকেই তাকিয়ে আছে।

রোববার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মান্না বলেন, আমার বয়স ৭৫ বছর। হয়তো আমি আর ৫-১০ বছর বেঁচে থাকব না। এখন সুস্থ আছি, কিন্তু চাই তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। তারা যদি জ্ঞান, বুদ্ধি ও আন্তরিকতাকে গুরুত্ব দিয়ে দেশ গড়তে এগিয়ে আসে, তাহলে তারাই পারবে নতুন বাংলাদেশ গড়তে।

তিনি বলেন, আমাদের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবেদিন ফারুকের ওপর নির্যাতনের ঘটনা এক সময় ভুলে যাওয়া হলেও, শেখ হাসিনার শাসনামলে জুলাই-আগস্টের ২০ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে—এত বড় বর্বরতা ভাষায় প্রকাশযোগ্য নয়। এই ঘটনার নিন্দা জানানোর মতো ভাষাও আমাদের নেই।

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে মান্না বলেন, আলাল ভাই বললেন ছাত্র-জনতার অভ্যুত্থান, আমি বলি—এটা শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নিহত হয়নি, নিহতরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজে বগুড়ার মানুষ, সেখানে ১১ জন শহীদ হয়েছেন—তারা সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

বক্তারা অবিলম্বে জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম