• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

যারা গ্রুপ রাজনীতির কথা বলে তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মেহেদী রুমী

   ৮ জুলাই ২০২৫, ০১:১৬ পি.এম.
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী

কুষ্টিয়া প্রতিনিধি 

যারা গ্রুপ রাজনীতির কথা বলে তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা শহীদ জিয়ার রাজনীতি করি, খালেদা জিয়ার রাজনীতি করি, গ্রুপ রাজনীতিতে আমরা বিশ্বাসী না।  সোমবার (৭ জুলাই) বিকালে কুষ্টিয়ার খোকসা বিলজানী বাজারে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী এসব কথা বলেন।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, নির্বাচন পেছানোর কথা যারা বলছেন তারা নিজেদেরকে দূর্বল মনে করে। যারা নিজেদেরকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সঠিক মনে করে না তারাই নির্বাচন পেছাতে বলছে। একটা লোকের সারাদেশে ১০টা লোক নাই সে একটা দল খুলে বসছে, সে যদি বলে নির্বাচন পেছাতে হবে এটা কি সঠিক হবে?

তিনি আরও বলেন, অচিরেই জাতীয় নির্বাচন হওয়া দরকার এটা জনগণের দাবী, জনগণের দাবীর প্রতি বিএনপি একমত জাতীয় নির্বাচন সর্বাজ্ঞে হোক। তারপর সংশোধনী, সংস্কার ও সেসব সমস্যা সেসব ঠিক করা যাবে।

এসময়  কর্মী সমাবেশে  শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত মো. শামীম রেজা আবুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য হিসেবে বক্তব্য দেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসউজ্জামান আনিস।

এসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, কুমারখালী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, জেলা বিএনপি'র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. নওয়াব আলী। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মহা. মমিনুর রহমান মমিন।

এছাড়া এ কর্মী সামাবেশে আরও উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ওহিদুল ইসলাম সাবু, কুমারখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুমারখালী উপজেলা মৎসজীবী দলের সভাপতি ঝণ্টু বিশ্বাসসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন