• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পক্ষে সংবাদ সম্মেলন

   ৮ জুলাই ২০২৫, ০১:৩১ পি.এম.
কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পক্ষে সংবাদ সম্মেলন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে উঠা অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পটল বাজারে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত বক্তব্যে বলেন, মো. আনিসুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সে ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানী গ্রামের বাসিন্দা। সে বর্তমানে পরিবার নিয়ে এলেঙ্গায় বসবাস করছে। মো. আনিসুরের নামে একটি হয়রানীমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাস্টিক ভাঙ্গারির ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে ভাঙ্গারি কেনা বেচা নিয়ে সোহেল ব্যাপারী নামের এক ব্যবসায়ীকে পুলিশে ধরে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানা পুলিশের কাছে আনিসুর রহমান ও মগড়ার আরেকজনের নাম উল্লেখ করেছে। পরে পুলিশ মগড়ার ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা আনিসুর রহমানকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছে । কিন্তু এই অভিযোগের সাথে আনিসুর কোন ভাবেই জড়িত না। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সম্পুর্ণভাবে নির্দোষ।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা এলাকাবাসী হিসেবে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যে, এমন অভিযোগের ক্ষেত্রে এলাকায় সঠিক ও সত্য তথ্য বা তদন্ত সাপেক্ষে আসামীকে গ্রেফতার করবেন। প্রকৃতপক্ষে যে দোষী এবং অপরাধী তার বিচার আমরা অবশ্যই চাই এবং চাইবো।

তিনি আরো বলেন, এলাকাবাসীর দাবী উক্ত অভিযোগ থেকে মো. আনিসুর রহমানের পক্ষে নির্দোষ হিসেবে প্রতিবেদন দিয়ে তাকে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ থেকে মুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমানিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ
পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত
রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত