এ সরকারের শক্তিই হচ্ছে মব: শামীম পাটোয়ারী


নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির মূল ভিত্তি হয়ে উঠেছে মব। তিনি বলেন, মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। মবের মাধ্যমেই সরকার বা জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি ত্রাস ও ভয়ের রাজত্ব কায়েম করছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
শামীম পাটোয়ারী বলেন, আজ মিডিয়া, বিচার বিভাগসহ সব সংস্থা মবের ভয়ে তটস্থ। কোনো রাজনৈতিক দল যেমন ক্ষমতায় থাকলে আধিপত্য বিস্তার করে, তেমনি এই মবও এখন আধিপত্য বিস্তার করছে। এমনকি সবচেয়ে নিরাপদ জায়গা আদালতপাড়াও এর বাইরে নয়, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, সম্প্রতি নাঈমুর রহমান দুর্জয় যখন মবের শিকার হয়েছেন, তখন ৫০-৬০ জন পুলিশ তাঁকে রক্ষা করে পালিয়ে যায়। অথচ সেই মবের কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি। রাজনীতির কাজ হচ্ছে ক্ষোভ প্রশমন করা, সেটি ন্যায়বিচারের মাধ্যমে হতে হবে।
শামীম পাটোয়ারী আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা বিচার মোকাবিলা করবে। কিন্তু বিচারের আগেই সবাইকে মবের হাতে সোপর্দ করা, এটাই হচ্ছে আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, বিপ্লব আর দেশ চালানো এক জিনিস নয়। বিপ্লবের পর দেশে শৃঙ্খলা, আইন ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়।
ভিওডি বাংলা/ডিআর