• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আহত ১

   ৮ জুলাই ২০২৫, ০২:১২ পি.এম.

চলনবিল প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল পনে ৭ টার দিকে  হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৭০) ও তার ছেলে জুয়েল (৩৫)।

স্থানীয়রা জানায়, অটোভ্যান দুজন যাত্রী নিয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানের চালকও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেল্পার  পালিয়ে গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা