• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বরিশাল নগরীর খাল সংরক্ষণ-পুনরুদ্ধারে ৭০১ কোটি টাকার প্রকল্প

বরিশাল প্রতিনিধি    ৯ জুলাই ২০২৫, ০১:২৫ পি.এম.
বরিশাল নগরীর খাল

বরিশাল প্রতিনিধি 

বরিশাল নগরীর বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজে অর্থায়নের পূর্বানুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। যেখানে প্রস্তাবিত জিওবি অংশের ৭০১ কোটি টাকার মধ্যে ৮০ ভাগ অর্থাৎ ৫৬১ কোটে টাকাই জিওবি অনুদান হিসেবে অর্থায়নে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার বাজেট-২ অনুবিভাগের যুগ্মসচিব মোছা. রুখসানা রহমান সাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

যেখানে উল্লেখ করা হয়েছে,  স্থানীয় সরকার বিভাগের অধীন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িতব্য “বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব)” শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত জিওবি অংশের ৭০১.৫৩৯৯ কোটি  টাকার মধ্যে ৮০% জিওবি অনুদান ৫৬১.২৩১৯ কোটি টাকা এবং ২০% জিওবি ঋণ ১৪০.৩০৮০ টাকা জিওবি অনুদান হিসেবে অর্থায়নে ৭ টি শর্তে অর্থবিভাগের সম্মতি প্রদান করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে এক পত্রের মাধ্যমে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

প্রধান নির্বাহী বলেন, বরিশালকে, ধান-নদী-খালের অঞ্চল হিসেবে গণ্য করা হলেও নানাবিধ কারণে বরিশাল নগরীর খালগুলো মৃত প্রায় হয়ে পড়েছে। অর্থ বিভাগ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনঃউদ্ধার ও পুনঃখনন কাজ-শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় দেয়ায় চলমান কাজ আরো ত্বরান্বিত হবে।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে বদলে যাবে নগরীর দৃশ্যপট এমনটাই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকারের সহায়তায় প্রশাসকের নেতৃত্বে বরিশাল নগরবাসী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাবে।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি