• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঝালকাঠির তিন মা ও শিশু হাসপাতাল শুধু ভবনেই সীমাবদ্ধ

   ৯ জুলাই ২০২৫, ০১:৩৩ পি.এম.
ঝালকাঠির তিন মা ও শিশু হাসপাতাল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার তিনটি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র জনবল ও ওষুধ সংকটে বন্ধের মুখে। সদর উপজেলার বিনয়কাঠি ও শেখেরহাট এবং নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের এই স্বাস্থ্যকেন্দ্রগুলো ২০১৮ সালে উদ্বোধন হলেও আজও পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু হয়নি।

গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা নিশ্চিতে উন্নত ভবন ও অবকাঠামো গড়ে তোলা হলেও এসব হাসপাতালে নেই প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বিনয়কাঠি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ওষুধ সরবরাহ নেই দীর্ঘদিন, নেই কোনো চিকিৎসকও। সেখানে আসা রোগী রোকেয়া বেগম বলেন, “আগে কিছু ওষুধ পেতাম, এখন ৬-৭ মাস ধরে তাও পাই না। ডাক্তারও নেই। নামে আছে হাসপাতাল, কামে নাই।”

স্থানীয়রা জানান, হাসপাতালগুলোতে দুটি চিকিৎসক চেম্বার, নার্স রুম, ল্যাব, ফার্মেসি, অপারেশন থিয়েটার, ওয়ার্ডসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও রোগী ভর্তি হয় না। কারণ জনবল নেই, নেই চিকিৎসা সরঞ্জাম। অপারেশন থিয়েটারও অচল হয়ে পড়ে আছে।

দপদপিয়া কেন্দ্রের স্বাস্থ্য সহকারী (এফপিআই) মো. শামীম হোসেন জানান, “এখানে দুইজন চিকিৎসকের পদ থাকলেও কেউ নেই। চারজন ভিজিটরের মধ্যে একমাত্র একজন আছেন। ফার্মাসিস্ট একজন এবং একজন দাই নার্স দিয়ে সামান্য কার্যক্রম চালানো হচ্ছে।”

সেবা না পেয়ে হতাশ স্থানীয়রা জানান, হাসপাতালে এসে ফিরে যেতে হয়, আবার অনেকেই সদর হাসপাতালে বা বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হন, যা তাদের জন্য ভোগান্তির কারণ।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক তাপস কুমার শীল বলেন, “এই হাসপাতালগুলোর জন্য পদ সৃষ্টি হয়েছে। শিগগিরই জনবল নিয়োগ হলে সেবার মান উন্নত হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল করা হোক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই