• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহী তানোর-বায়া সড়কের ২টি ব্রিজ ঝুঁকিপূর্ণ

রাজশাহী ব্যুরো    ৯ জুলাই ২০২৫, ০৩:১০ পি.এম.
তানোর-বায়া সড়ক

রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোর-বায়া সড়কের বাগধানী ও দুয়ারীর ঝুকিপূর্ণ ২ টি ব্রিজ দিয়েই জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে ছোট বড় ও ভারীসব যানবাহন। যেকোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসীসহ চলাচলকারীরা। তবে, ওই দুই ব্রিজের পার্শ্বেই পৃথক ২টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে থমকে আছে ওই ব্রিজ ২টির মুখের সংযোগ সড়কের নির্মাণ কাজ। ব্রিজ ২টির মুখের সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে ব্রিজ ২টি যান চলাচলের জন্য খুলে দেয়ার দাবি জানিয়েছেন যানবাহনের চালকসহ চলাচলকারীরা।

সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলা এলাকার বায়া-তানোর সড়কের বাগধানী ও দুয়ারী নামক স্থানের ২টি ব্রিজের উপরে ক্ষয় হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে ঝুকি পূর্ণ হয়ে পড়ে। ওই ব্রিজ ২টির পার্শ্বে নতুনভাবে দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণ শুরু করা হয়। বর্তমানে ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হলেও ব্রিজের মুখে সংসযোগ সড়ক তৈরি করা হয়নি দীর্ঘদিনেও। পুরোনো ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে ভারি ও ছোট বড় ট্রাক বাসসহ অটো সিএনজি ও মোটরসাইকেলসহ সব ধরনের যান বাহন।

ওই ব্রিজ ২টির বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ওই ব্রিজ ২টিতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন চলাচল কারীরা। তাই দ্রুত নতুন ব্রিজের সংযোগ সড়কের কাজ শেষ করে নতুন ব্রিজ ২টি চালুর দাবি জানিয়েছেন চলাচলকারীরা। এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাসহ চলাচলকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে।
তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বায়া তানোর সড়কের বাগধানী ও দুয়ারীর ব্রিজ ২টি পবা উপজেলার মধ্যে হওয়ায় পবা উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন মুঠোফোনে বলেন, এখন বর্ষাকাল এজন্যে কাজ বন্ধ আছে বর্ষা পের হলেই ব্রিজের কাজ সম্পন্ন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা