ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত


ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজ্যের চুরু জেলায় ভানোদা গ্রামে একটি কৃষিজমিতে বিমানটি বিধ্বস্ত হয়।
ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।’
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আদালতীয় তদন্ত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে বিমানবাহিনী। বিমানবাহিনী নিহত পাইলটদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেছে, এই দুঃসময়ে তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে।
কয়েক মাস ধরে ভারতীয় বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। গত এপ্রিলেই গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিমান নাইট মিশনের সময় বিধ্বস্ত হয়, যাতে এক পাইলট নিহত হন। মার্চে হরিয়ানার পাঁচকুলায় একটি যুদ্ধবিমান সিস্টেম ত্রুটির কারণে ভেঙে পড়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
ভিওডি বাংলা/ এমএইচ