• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় ৮ পরিবারকে জামায়াতের নগদ সহায়তা প্রদান

   ১০ জুলাই ২০২৫, ০৪:২৫ পি.এম.
জামায়াতের নগদ সহায়তা প্রদান

বরগুনা প্রতিনিধি 

বরগুনায় জুলাই-আগস্ট মাসের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া আটজনের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বরগুনা পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে জামায়াতে ইসলামী এই সহায়তার উদ্যোগ নেয়। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, এই আন্দোলন কোনো দলের ছিল না, এটি ছিল বৈষম্য, নিপীড়ন আর অবিচারের বিরুদ্ধে মানুষের প্রাণের দাবি।

সভায় সভাপতি মাওলানা মোঃ মহিব্বুলাহ হারুন বলেন, শহীদ পরিবারকে শুধু আর্থিক সহায়তা নয়, শহীদদের শূন্যতা পূরণে জামায়াতে ইসলামী কাজ করবে। যারা ক্ষমতার জন্য গণহত্যা চালিয়ে চোরের বেশে পালিয়ে যায়, তারা কখনো বীরের বেশে ফিরে আসে না, আসতে পারবে না। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বীরের বেশে ফাঁসি বরণ করেছে কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। জামায়াতে ইসলামী সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। এ সময় বক্তারা সরকারের কাছে শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও বিচার নিশ্চিতের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার  আমীর মাওলানা মোঃ মহিব্বুলাহ হারুন, নায়েবে আমির এস এম আফজালুর রহমান, জেলা বাইতুলমাল সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আন্দোলনে সক্রিয় ছাত্র ও পেশাজীবী প্রতিনিধি দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন