• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চাইলো দুদক

মাদারীপুর প্রতিনিধি    ১১ জুলাই ২০২৫, ০৯:২৯ এ.এম.
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাসভবন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শাজাহান খানের  মাদারীপুরে নিজ বাসবভনের দরজায় নোটিশ টানিয়ে দেয়া হয়। এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট ৫ জনের সাক্ষ্য নেয় দুদক। 

চিঠিতে বলা হয়, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহনের কথাও জানান দুদক।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাছাইবাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরনী তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হয়নি শাজাহান খানের কন্যা ঐশী খান। 

এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজা টানিয়ে দেয়া হয়। এতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানের সম্পদের বিবরণী তুলে ধরতে বলা হয়। 

নির্ধারিত সময়ের মধ্যে ঐশী তার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা দুদকের কাছে জমা না দিলে পরবর্তীতে মামলা করে আইনী ব্যবস্থা নেবে দুদক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩