• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিদ্যালয়ে ৮ জন শিক্ষকের স্কুলে ৯ জন পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

   ১১ জুলাই ২০২৫, ১১:৪২ এ.এম.
নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষক। অথচ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের সবাই ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে ও ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ পাস করেনি। আর পাস না করা ১৬টি বিদ্যালয়ের তালিকায় রয়েছে বাকেরগঞ্জ নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নাম।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পাশেই অবস্থিত নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষক কর্মরত রয়েছেন। তবে বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় ৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ বিদ্যালয়ে এবার কেউ পাস করতে পারেনি। এতে আমাদের এলাকার নাম খারাপ হচ্ছে। এখানে শিক্ষকরা তো প্রতিদিন আসেন, ঠিকমতো ক্লাস নেন কি না সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষকদের উদাসীনতায় প্রতিষ্ঠানটির পড়ালেখার মান থমকে গেছে। উপজেলা চত্বরের পাশে বিদ্যালয়টি হলেও শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, এ বছর আমাদের স্কুল থেকে ৯ জন রেজিস্ট্রেশন করেছিল। ৯ জন‌ই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থী পাওয়া যায় না। যে কজন শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিয়েছে, তারা বাসায়ও ঠিকমতো পড়াশোনা করেনি। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে শুনেছি, এ বছর ৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি। শিক্ষকদের অবহেলা আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই