• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জুলাই যাত্রা বাস্তবায়ন কমিটিতে জাপা নেতারা

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ১২:০৫ পি.এম.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন কমিটিতে পদ পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই নেতা। এর মধ্যে খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুলকে পদযাত্রা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এবং জেলার সাবেক সদস্য সচিব মাসুদুর রহমানকে প্রচার সেলের সদস্য করা হয়েছে। মোল্লা বাবুল পদযাত্রা বাস্তবায়নে অর্থায়নও করেছেন। বিষয়টি নিয়ে বিব্রত এনসিপির অনেক সংগঠক।

খুলনা মহানগরে জাপার রওশন এরশাদপন্থি অংশের আহ্বায়ক ছিলেন গফফার বিশ্বাস, সদস্য সচিব ছিলেন শওকত হোসেন বাবুল। জেলা কমিটির আহ্বায়ক ছিলেন মোক্তার হোসেন, সদস্য সচিব ছিলেন মাসুদুর রহমান। পার্টির এই অংশটি আওয়ামী লীগ ঘনিষ্ট হিসেবে পরিচিত। এর মধ্যে মাসুদুর রহমান দীর্ঘদিন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে আদালতে দায়িত্ব পালন করেন। গত ১২ এপ্রিল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা দল থেকে পদত্যাগ করেন।

২ জুন রংপুরে এক কর্মসূচিতে জাপা নিষিদ্ধের দাবি জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, জুলাই ঐক্যসহ একাধিক দল জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ দাবি করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছে। এ অবস্থায় জাপা নেতাদের বাস্তবায়ন কমিটিতে রাখার বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ কোনো মন্তব্য করেননি। পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. আবদুল্লাহ চৌধুরী এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

এনসিপির কয়েক সংগঠক জানান, অল্প কয়েকজন এনসিপিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মূলত তারাই বিতর্কিতদের কমিটিতে আনছে। তাদের কারও নাম প্রকাশ করেননি তারা। এনসিপির খুলনা মহানগর সংগঠক হামীম রাহাত বলেন, বিতর্কিত কাউকে যুক্ত করার বিষয়টি দুঃখজনক। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই