• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে বন্যায় ভেসে গেছে ৫ কোটি টাকার মাছ

ফেনী প্রতিনিধি    ১১ জুলাই ২০২৫, ০৩:২৬ পি.এম.

লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর বন্যা পরিস্থিতি বেশ অবনতি ঘটে। বিশেষ করে পরশুরামে বাঁধ ভেঙে যাওয়ার পর প্লাবিত হয় বসতঘর, সড়ক ফসলি জমি ও মৎস্য ঘের। বন্যায় বর্তমানে ৮০টির মতো গ্রাম প্লাবিত আছে ফেনীতে। আর পানিবন্দি আছেন লক্ষাধিক মানুষ।

বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে বৃষ্টি কিছুটা কমে আসায় ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে আকস্মিক বন্যায় ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
হঠাৎ বন্যায় জেলার আউশ ধানের বীজতলা, সবজিসহ পোল্ট্রিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলার ১,৬৫৫ হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
 
আর মৎস্য বিভাগ বলছে ১ হাজারের বেশি পুকুর ডুবেছে, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু করলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন জেলার বাসিন্দারা। ছাগলনাইয়া উপজেলায় এখনো পানিবন্দি কয়েক হাজার পরিবার। বন্ধ রান্না থেকে শুরু করে গৃহস্থালির কাজ। এ অবস্থায় কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
 
আর অধিকাংশ বাসিন্দা বলছেন- স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী-পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের ৷
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা