• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সারিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

   ১১ জুলাই ২০২৫, ০৯:০০ পি.এম.
ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সদস্য বৃন্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 


বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় “আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করবো স্বেচ্ছায় রক্তদান” এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা। অনুষ্ঠানে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী সদস্য অংশগ্রহণ করেন।

শুক্রবার (১১ জুলাই)বগুড়ার নবাববাড়ি অবস্থিত  টিএমএসএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আরাফাত।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আপেল মাহমুদ, পরিচালক, দেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া ও উপদেষ্টা, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

পৃষ্ঠপোষকতা করেন মোঃ পারভেজ আলম পল্লব, ম্যানেজার (সেলস্), অ্যাসেটস ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং উপদেষ্টা, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব (বিএসসি), ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটাচ ডিজাইন অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং উপদেষ্টা, ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ তোজাম্মেল হক, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ ও উপদেষ্টা, মোঃ খোরশেদ আলম, উপদেষ্টা, মোঃ ওসমান গনি, তরুণ সমাজসেবক ও উপদেষ্টা, মোঃ মেহেদী হাসান, ইউরোপ প্রবাসী, মোঃ রিদয়, ইউরোপ প্রবাসী, মোঃ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সভাপতি, হরিনা স্বপ্ন ছায়া ফাউন্ডেশন,মোঃ বিপ্লব আল হাসান, ম্যানেজার, দেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া

দিনব্যাপী এই মিলনমেলায় রক্তদানে উৎসাহ জোগাতে বক্তব্য, সম্মাননা প্রদান, অভিজ্ঞতা বিনিময় ও কৃতজ্ঞতা স্মারক বিতরণের আয়োজন ছিল।

আয়োজকরা জানান, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই যাত্রা কেবল রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং মানবতার সেবায় নিজেদের আরও বেশি নিয়োজিত করাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠার পাঁচ বছরে সংগঠনটি শত শত রোগীকে জরুরি রক্ত সরবরাহ করে প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছে। এই অনুষ্ঠান ছিল সেই সব মানবিক গল্পের উদযাপন এবং আগামী দিনের প্রেরণার উৎস।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই