• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

চরম জনদুর্ভোগে মানুষ

কুমারখালীতে এক যুগেও সংস্কার হয়নি সড়ক

   ১২ জুলাই ২০২৫, ০১:১৫ পি.এম.
কুমারখালী সড়কের বেহাল দশা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার  জগন্নাথ ইউনিয়নের তারাপুর হতে কল্যাণপুর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে বেহাল দশায় বিপাকে এলাকাবাসী। ক্ষেতের উৎপাদিত ফসল ও খামারিদের গরুর দুধ বাজারজাত করন ব্যাহত হওয়ায় মিলছেনা ন্যায্য মূল্য। ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের অবস্থা আরো করুণ। পর্যাপ্ত বরাদ্দর অভাবে আটকে গেছে সংস্কার কাজ।

পাকা সড়কের অধিকাংশ স্থানে নেই কার্পেটিং। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও ভেঙে গেছে পাড়। কোথাও আবার বৃষ্টির পানি জমে সরু খালে পরিনিত হয়েছ সড়কটি। তবুও নিত্য প্রয়োজন মেটাতে চরম ভোগান্তি মাথায় নিয়েই ইজিবাইক, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল ও পায়ে হেঁটে চলাচল করছে ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। কুষ্টিয়ার কুমারখালীর তারাপুর থেকে আমতলা হয়ে কল্যাণপুর মোড় পর্যন্ত গ্রামীণ সড়কে গিয়ে জনদুর্ভোগের এমন চিত্র দেখা যায়। প্রায় ৫ কিলোমিটার দ্যৈর্ঘের এই সড়কটি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ এই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে বালি বোঝাই সেলোইঞ্জিন চালিত বিভিন্ন প্রকার অবৈধ যানবাহন ও ট্রাক্টর। অতিরিক্ত বোঝায় নিয়ে অনিয়ন্ত্রিত গতিতে চলাচলের ফলে দ্রুত ভেঙে যাচ্ছে সড়কের পার। সৃষ্টি হচ্ছে খানাখন্দ।

সরকারিভাবে বরাদ্দ পেলে জনস্বার্থে সড়কটি সংস্কার করা হবে আর অবৈধযান চলাচল বন্ধ করতে স্থানীয় প্রশাসনের সহযোগীতা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রকৌশলী।

এলাকাবাসী জানান, এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বেহাল দশা। খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমা হয়ে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে হয় অনেক ঝুঁকি নিয়ে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন শেখ বলেন, তারাপুর হতে শিলাইদহ পর্যন্ত বড় বড় ট্রাক ও অবৈধ ট্রাক্টরে করে ওই সড়ক দিয়ে মাটি-বালু আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সড়কটি আরও বেহাল হতে শুরু করে।

আসাদুজ্জামান বলেন, এই সড়ক দিয়ে প্রতিনিয়তই সিএনজি চালাই। সড়কটির সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে সিএনজি চলাচল করতে হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী মো: নাজমুল হক বলেন, এটা গ্ৰামীণ সড়ক হাওয়ায় এটা সংস্কার করতে দেরি হচ্ছে। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য বরাদ্দ পেলে সড়কটি সংস্কার কাজ করা হবে।

দ্রুত অবৈধযান চলাচল বন্ধের পাশাপাশি সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই