• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ডাকসু নির্বাচনে জয়-পরাজয় ইস্যুতে মাসুদ কামালের ব্যাখ্যা ডাকসুর সাবেক ভিপি মান্নার সঙ্গে সাদিক ও ফরহাদদের সাক্ষাৎ বিটিভির প্রধান বার্তা সম্পাদক ফরিদুজ্জামানকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্ত করে অফিস আদেশ ইসির ৬১ কর্মকর্তা বদলি পরিবেশ উপদেষ্টা ও ইউএনসিডিএফ-এর বৈঠক পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদলের ভোট বর্জন: ভিপি প্রার্থী আদিব সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ ফারুকের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস ছাত্রদলকে হারাতে শিবির-ছাত্রলীগ বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে : রিপন

জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে

   ১২ জুলাই ২০২৫, ১১:০২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তন জনগণের মালিকানায় আসতে হবে। আপনার পরিবর্তন জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে—জনগণের মালিকানা প্রতিষ্ঠায়। কোনও কমিশন বা ঢাকায় বসে থাকা ব্যক্তিরা দেশের সমস্যার সমাধান করতে পারবে না। জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্রায়ণ শুধু রাজনীতিতে নয়, অর্থনীতি ও সমাজ ব্যবস্থাতেও প্রয়োজন।

শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাসদ আয়োজিত ‘অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, একটা কমিশন হয়েছে সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐকমত্য সম্ভব অতটুকু আপনি করতে পারবেন। আমরাতো সব বাকশাল করতে বসি নাই। আমরা একজায়গায় ঐকমত্য হয়ে তারপরে নির্বাচন হবে। এরপর আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এতগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্যবিরোধী কোনও কমিশন গঠন হয়নি। সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আগামী ৩ থেকে ৪ মাসে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে নির্বাচন করা সম্ভব। নির্বাচন যদি অনিশ্চিত থাকে তাহলে কিন্তু নৈরাজ্য সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম
নুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম
হামলাকারী চিহ্নিত হলেও পদক্ষেপ নেয়নি সরকার: হাসান আল মামুন
হামলাকারী চিহ্নিত হলেও পদক্ষেপ নেয়নি সরকার: হাসান আল মামুন
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে- ডা. জাহিদ
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে- ডা. জাহিদ