• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিবালয় অভিমুখী তথ্য আপাদের পুলিশের বাধা

   ১৩ জুলাই ২০২৫, ০১:৪৮ পি.এম.
সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তথ্য আপারা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল বের করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের বাধায় তারা রাস্তায় বসে পড়েন।

এর আগে ২৮ মে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে ছিলেন তারা। অনশনে অংশ নেওয়া কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

তথ্য আপা প্রকল্পের কর্মীদের দাবি, ২০১৮ সালে সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়ে তারা ৪৯২টি উপজেলায় তথ্যসেবা কর্মকর্তা, সহকারী ও অফিস সহায়ক হিসেবে কাজ করছেন। নারীকল্যাণে স্বাস্থ্য, শিক্ষা, আইন, পরিবার পরিকল্পনা, সাইবার সুরক্ষাসহ ৮টি বিষয়ে তথ্য ও সহায়তা দিয়ে আসলেও তাদের ন্যায্য দাবি এখনও মানা হয়নি।

তাদের প্রশ্ন, “সরকারি নিয়ম মেনেই নিয়োগ পেয়েছি— তবু কেন আমাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না?

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী