• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

হাবিব-উন-নবী খান সোহেলের মন্তব্য

‘খুনিদের যারা দলে নিয়েছে তাদের আগে বহিষ্কার করা উচিত’

   ১৩ জুলাই ২০২৫, ০৪:১৩ পি.এম.
কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন হাবিব-উন-নবী খান সোহেল। ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালে যেভাবে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবেই খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন— যে রাজনৈতিক নেতারা খুনিদের দলে নিয়েছেন, তাদের আগে বহিষ্কার করা উচিত।

শনিবার (১২ জুলাই) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন।

তিনি বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে ইট মেরে হত্যা করা হয়েছে, সেই খুনিদের শুধু ফাঁসি নয়— তাদের ঠিক সেই পদ্ধতিতে ইট মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। এমন অপরাধীদের দলে নেওয়া নেতাদেরও দল থেকে বহিষ্কার করতে হবে।

সোহেল বলেন, এখন আমাদের দিকেও আঙুল তোলা হচ্ছে— এটা স্বাভাবিক। এমনকি জামায়াতও এখন মুখ খুলছে। জামায়াতের আমির সম্প্রতি বলেছেন, ১৯৪৭ থেকে এখন পর্যন্ত কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত— কিন্তু একাত্তরের কথা কি তার মুখে উচ্চারিত হয় না? একাত্তরের অপরাধ কি তারা স্বীকার করে না?

তিনি আরও বলেন, আরেক জামায়াত নেতা বলেছেন— ৭১ আর রাজাকার কার্ড ব্যবহার করে কোনো সুবিধা পাওয়া যাবে না। আমরা কি ভুলে গেছি একাত্তরে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল? সেইসব অপরাধের দায় স্বীকার না করে ভোট চাওয়া কীভাবে চলে?

হাবিব-উন-নবী খান সোহেল জোর দিয়ে বলেন, বিএনপি চাঁদাবাজদের আশ্রয় দেয় না। যারা অপকর্ম করে তারা দলের কেউ নয়। জিয়াউর রহমান আমাদের নেতা— তিনি দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধে একশতে একশ। তাকে নিয়ে আমরা গর্ব করি।

দ্বিবার্ষিক সম্মেলনে এম এ খায়েরকে সভাপতি ও সাইদুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে কলমাকান্দা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা আহ্বায়ক আনোয়ারুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত