আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলো শিক্ষার্থীরা


চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেপ্তারের পর পাঁচলাইশ পুলিশ তাকে পটিয়া থানায় হস্তান্তর করে।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পাঁচলাইশ পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ইনজামাম তার পরিচিত কয়েকজনকে নিয়ে নগরের দুই নম্বর গেট এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে আসেন। সেখানে তাকে দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ পুলিশ এসে ইনজামামুলকে নিয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্য সংগঠক তওসিফ ইমরোজ বলেন, লোকজন নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে আসেন আওয়ামী লীগ নেতা ইনজামামুল। তার বিরুদ্ধে আন্দোলনে হামলা ও গুলি করার মামলা রয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে নিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি করার মামলায় আসামি ইনজামামুলকে আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ