• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ

   ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।

ড্রেজার বন্ধ থাকা অবস্থায় কাগজে চালু দেখিয়ে মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তেল আত্মসাত করা হয় বলে তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৫ সদস্যের দুদক দল এ অভিযান চালায়।

দুদক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৯ কোটি টাকার গড়াই পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ১৪ কিলোমিটার নদীখনন কাজ শেষ হয়। প্রকল্পে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন।
দুদক বলছে, প্রকল্প চলাকালীন বন্ধ ড্রেজার চালু দেখিয়ে ভুয়া ভাউচারে বিপুল পরিমাণ তেল বিল দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে।

সহকারী পরিচালক নীল কমল পাল জানান, প্রাথমিক তদন্তে ভাউচার পরীক্ষা করে অভিযোগের সত্যতা মিলেছে। আলামত সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে অভিযোগ অস্বীকার করে মন্ডল ফিলিং স্টেশনের মালিক আক্তার মন্ডল বলেন, ‘আমাকে যেখানে তেল দিতে বলা হয়, আমি শুধু সেখানে নামিয়ে দিই। এর বাইরে কিছু জানি না।’এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) সৈকত বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্প জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও সুন্দরবনকে রক্ষার লক্ষ্যে। তবে কয়েক দশক ধরে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হলেও শুষ্ক মৌসুমে গড়াইয়ের নাব্যতা ফেরানো যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই