• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম

   ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৩ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি 

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠিতে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে কর্মসূচিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে বাধাগ্রস্ত হয়।

পিরোজপুরের কর্মসূচি শেষে রাজাপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন। প্রথমে তারা কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং তাঁর কবর জিয়ারত করেন। এরপর শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে প্রধান সড়কে শোভাযাত্রার পরিকল্পনা থাকলেও ছাত্রদের বাধার মুখে ভিন্ন রুটে তা পরিচালনা করতে হয়।

প্রথমে শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করার কথা থাকলেও অন্তত দুটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শোভাযাত্রার পথরোধ করেন। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কাপড়িয়া পট্টি এলাকার একটি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপি নেতারা।

সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, “একটি সফল গণ-অভ্যুত্থানের পরও যেন আমরা আবার পুরনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনাবিরোধী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডা. মাহমুদা মিতু, আমি তো মিতু, মশিউর রহমানসহ অনেকে। 

তাঁরা বলেন, “নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে শোষণমূলক সংস্কৃতি ও সুবিধাবাদী রাজনীতির সঙ্গে কোনো আপস চলবে না। ‘জুলাই সনদ’-এর মধ্য দিয়েই জাতির মুক্তির পথ রচিত হবে।”

সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন এনসিপি নেতারা। শিক্ষার্থীরা তাদের গাড়িবহর আটকে দিয়ে অভিযোগ করেন, ঝালকাঠির এনসিপি ইউনিটে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে দখলদারিত্ব ও দমন-পীড়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “ঝালকাঠির এনসিপির প্রধান সমন্বয়ক আমাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই আওয়ামী লীগের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি গঠনের সময় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কমিটি গঠনের আগে-পরে আন্দোলনের সঙ্গে যুক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।”

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু