• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এক মলাটে গণঅভ্যুত্থানের সব গান

   ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৬ পি.এম.
আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে প্রকাশ হয়েছে ‘জুলাইয়ের গান’ শিরোনামের বই। ছবি-সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে যেসব গান প্রেরণা জুগিয়েছিল সব শ্রেণি-পেশার মানুষকে, সেসব গান এবার এক মলাটে উঠে এসেছে। আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে প্রকাশ হয়েছে ‘জুলাইয়ের গান’ শিরোনামের বই।

মনজুর হোসেন জানান, বইটি ২৪-এর গণঅভ্যুত্থানের গানের সংকলন। আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায় তৎকালীন সরকারের মদদপুষ্ট রাষ্ট্রীয় বাহিনী। শিক্ষার্থীরা তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। ঠিক সেসময়ে ‘কথা ক’ শিরোনামের একটি গান প্রকাশ করেন বাংলাদেশি র‍্যাপার মোহাম্মদ সেজান। বাংলা ভাষায় গাওয়া এই গান দ্রুত তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। প্রতিবাদের নতুন প্রতীকে পরিণত হয়। এর বাইরে আরও বেশ কয়েকটি গান তখন এ দেশের মানুষকে সাহস যোগায়। ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব গান প্রকাশিত হয়েছে, সেখান থেকে ৬৩ গানের সংকলন জুলাইয়ের গান।

মনজুর হোসেনের কথায়, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গণআন্দোলনে সংগীতের ভূমিকা আছে। উপমহাদেশে তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীসহ অনেকের গান কৃষকদেরকে উজ্জীবিত করেছে, তেমনি বঙ্গভঙ্গ, স্বদেশি আন্দোলন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় অনেকের গান প্রতিবাদী জনতাকে আন্দোলনে শক্তি, সাহস ও অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের সময়েও অনেক প্রতিবাদী গান মুক্তিযোদ্ধাদের অসীম সাহস নিয়ে সম্মুখ সমরে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে। চব্বিশের গণঅভ্যুত্থানেও গানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারী শাসক যখন আন্দোলন দমাতে মরিয়া হয়ে উঠে, তখন প্রতিরোধের আগুনে জ্বলে ওঠা ছাত্র-জনতাকে তরুণদের র‍্যাপ গান ভীষণভাবে আলোড়িত করে। এর বাইরে কবি কাজী নজরুল ইসলামের ‌“কারার ঐ লৌহ কপাট”, শিল্পী ও অ্যাক্টিভিস্ট শায়ানের “আমার সূর্য️”, শূন্য ব্যান্ডের “শোনো মহাজন” ছাড়াও “মুক্তির মন্দিরে সোপানতলে” প্রভৃতি গানগুলো আন্দোলনকারীদের উজ্জীবিত করে। আন্দোলনের সেসব গান এক মলাটে রাখার চিন্তা থেকেই এই বইয়ের উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে র‍্যাপারদের কণ্ঠে উচ্চারিত অকুতোভয় প্রতিবাদের ভাষা, বলিষ্ঠ সুরেলা আওয়াজ লাখও ছাত্র-জনতাকে প্রেরণা দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতো মানুষ উজ্জীবিত হয়েছে এসব গানে। সাহস জুগিয়েছে দুঃশাসনের লৌহকপাট ভাঙতে। একইসঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতা চূড়ান্ত জয়ের লক্ষে এগিয়ে যাওয়ার শপথ, সাহস ও শক্তি অর্জ️ন করেছে। র‍্যাপাররা রক্তচক্ষু উপেক্ষা করে, হুমকি-নির্যাতন, জেল-জুলুমের ভয়কে উপেক্ষা করেই আন্দোলনকারীদেরকে প্রেরণা জুগিয়েছে। এক কথায়, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের র‍্যাপ গায়কদের অবদান ছিল শ্রদ্ধা করার মতো। জুলাই আন্দোলনে চল্লিশটির অধিক বাংলা র‍্যাপ গান আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ️ ভূমিকা রেখেছে। আমাদের আক্ষেপ ছিল রাজনীতিবিমুখ নতুন প্রজন্ম নিয়ে। চব্বিশে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আর প্রত্যয় আমাদের সকল ধারণাকে ভেঙে দিয়ে একটা সম্ভাবনার পথ দেখিয়েছে। সেই সময়কে পরবর্তী প্রজন্মের কাছে দলিল হিসেবে তুলে রাখতে এই বইয়ের প্রয়াস। এই সংকলনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্য️ন্ত সময়ে রচিত বা প্রকাশিত গানগুলো বেছে নিয়েছি।’

জানা যায়, বইটি প্রকাশ করেছে গয়রহ প্রকাশনী।

এর আগে, জুলাই আন্দোলনের দেয়ালচিত্র নিয়ে একটি বই প্রকাশ করেছেন মনজুর হোসেন। সেই বই প্রকাশ উপলক্ষে তিনি ঢাকা শহরের দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা গ্রাফিতির মধ্য থেকে সাড়ে ১০ হাজারের বেশি গ্রাফিতি ফ্রেমবন্দী করেন। সেখান থেকে বাছাই করা ৪৫০টির বেশি দেয়ালচিত্র তুলে আনেন ‘জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান’ বইয়ে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল