• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

   ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ পি.এম.
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। 

সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক- আবু জাফর লেলিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) উপজেলা শাখার সভাপতি আইয়ুর হোসেন সরকার, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারন সম্পাদক উজ্জল হক প্রধান, ছাত্র প্রতিনিধি মামুন শেখ প্রমুখ। 

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা