• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

২২ বছর পর কারামুক্ত হলেন তুহিন

   ১৪ জুলাই ২০২৫, ০৪:৩৮ পি.এম.
যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন

পাবনা প্রতিনিধি

একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

সোমবার (১৪ জুলাই) সকাল পৌনে এগারোটার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাকে নিয়ে আনন্দ মিছিল করে জেলা বিএনপি কার্যালয়ে হাজির হন নেতাকর্মীরা। তাকে বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও কারামুক্ত যুবদল নেতা শরিফুল ইসলাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, নুর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডা. আহমেদ মোস্তফা নোমান, সাবেক পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলু সহ অনেকে।

পরে তুহিনকে নিয়ে হাজারো নেতাকর্মী গাড়ি বহর সহ তার নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। সেখানে কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয়।

মুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক একটি হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল। দেরীতে হলেও মুক্তি পাবার পর তিনি উচ্ছসিত। তিনি ঈশ্বরদীর নেতাকর্মীসহ জেলা বিএনপি নেতাদের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে দলের সাথে থেকে মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘তুহিনের মুক্তির মাধ্যমে ঈশ্বরদী উপজেলা বিএনপি আরো শক্তিশালী হলো। দল আরো সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যাবে। একাত্তরের পরাজিত শক্তি ও কিছু রাজনৈতিক দল তারেক রহমানকে কটাক্ষ করে শ্লোগান দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কাটাক্ষ করার অধিকার কারো নেই। কেউ যদি বিএনপিকে নিয়ে খেলতে চায় তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের বিদায় নিতে হবে।’

উল্লেখ্য, ২০০৩ সালে একটি হত্যা মামলায় ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন যুবদল নেতাকে ফাঁসিয়ে দেয় একটি মহল। সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২২ বছর কারাভোগ করেন।

দীর্ঘ প্রতিক্ষার পর চলতি বছরের গত ১০ এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফ করায় ২৯ জন কয়েদির মুক্তির কথা বলা হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম তুহিন এর নামও রয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান ও জনপ্রিয় যুবদল নেতা শরিফুল ইসলাম তুহিনের মুক্তির খবরে এলাকাবাসী ও নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বইছে। তার মুক্তির খবরে মোড়ে মোড়ে রাস্তায় বিভিন্ন জায়গায় পোষ্টার, ফেসটুন টাঙিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। গতকাল রোববার (১৩ জুলাই) বিকেলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই