• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

   ১৫ জুলাই ২০২৫, ০১:৪৩ পি.এম.
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা। ছবি : সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাসরি রাজনৈতিক দলে পদ নেওয়ায় বিস্ময় ও সমালোচনার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটিতে যুক্ত হয়েছেন ওই শিক্ষক, যা সরকারি চাকরি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি চাকরিজীবীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া নিষিদ্ধ। কিন্তু মোহনগঞ্জ উপজেলার ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান আকন্দকে এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী পদে দেখা যাচ্ছে সদ্য ঘোষিত কমিটিতে। গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় মুখ্যসচিব (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে ১৭ সদস্যের একটি কমিটি প্রকাশ করা হয়, যেখানে রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী এবং আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। একই ধারার ২৫(৩) উপধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণাতেও তারা অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে এনসিপির মোহনগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, –সরকারি কোনো কর্মচারীর দলে থাকা ঠিক না। তবে আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ আছেন কি না, সেটা যাচাই করতে হবে। আমি নিশ্চিত না তিনি শিক্ষক কিনা। আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলুন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান আকন্দ দাবি করেন, –এটি মূল কমিটি নয়, একটি উপকমিটি মাত্র। এখানে সরকারি কর্মচারীরা থাকতে পারেন। এতে কোনো বিধি ভঙ্গ হচ্ছে না।

মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন আকন্দ জানান, –সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে।

একজন শিক্ষক যিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্বে রয়েছেন, তিনি সরাসরি রাজনৈতিক সংগঠনের পদ গ্রহণ করলে তা শিক্ষার পরিবেশ ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি নিয়ে এখনই প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন অভিভাবকরা।

এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শিক্ষক সমাজ ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সরকারি চাকরি আর রাজনীতি—দুইয়ের ভার একসঙ্গে কতদূর টানা যায়, তা নিয়েই উঠছে প্রশ্ন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম