• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মাদারীপুরে নদে ড্রেজার দিয়ে প্রতিদিন কোটি টাকার বালু লুট

   ১৫ জুলাই ২০২৫, ০২:০৯ পি.এম.

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে দিনে-রাতে চলছে বালু লুটের মহোৎসব। অন্তত ১০টি স্পটে লাখ লাখ টাকার বালু উত্তোলন হচ্ছে প্রতিদিন। জন্ম দিচ্ছে নতুন নতুন ভাঙন। বিশেষ করে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার নদ গুলোতে রাতভর চলে এই অবৈধভাবে বালু লুটের কার্যক্রম। 

সরেজমিনে বিভিন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার নদ-নদী এখন বালু খেকোদের কবলে। কুমার নদ এবং আড়িয়াল খাঁ নদে  অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে রাত দিন ২৪ ঘন্টা। বিশেষ করে রাজৈরের কবিরাজপুরের কালার চর, গোয়াল পাতান, কালিবাড়ি, শাখার পার। এছাড়াও সদর উপজেলার শ্রীনদী, রায়েরকান্দি, কোটবাড়ি,  গোসাদিয়া, নতুন রাজারহাট এলাকায় সন্ধ্যা নামলেই শুরু হয় বালু উত্তোলন। রাতভর চলে এই কার্যক্রম। সকাল হলেই জাহাজ বোঝাই হয়ে যায় বালুতে। শ্রমিকরা নিজেরাই অকপটে স্বীকার করছেন, তাদের কার্যক্রমের কোনো বৈধতা নেই।

স্থানীয় একাধীক ব্যাক্তিরা জানান, প্রতি রাতে নদীর বুক চিরে বালু তোলা হয়, অথচ প্রশাসনের তেমন কোন কার্যকর পদক্ষেপ নেই। কুমার নদী থেকেও অনিয়ন্ত্রিতভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, সৃষ্টি হচ্ছে ভাঙনের ভয়াবহতা। অনেক স্থানে চাষযোগ্য জমি এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।

তাদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তি জড়িত এই বালু সিন্ডিকেটে। প্রশাসনের নাকের ডগায় চললেও তাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয়া হচ্ছে না। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও তা ফলপ্রসূ হচ্ছে না।

হতাশা নিয়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, নদী ভাঙনে আমার বসতভিটা চলে গেছে। প্রতিবাদ করলে হুমকি আসে। প্রশাসন যদি কঠোর না হয়, আমরা সব হারিয়ে ফেলবো।

জেলার সচেতন মহলের সভাপতি বাবলুর রহমান সোহেল বলেন, এই অপরিকল্পিত বালু উত্তোলন শুধু পরিবেশের ক্ষতি করছে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও হুমকির মুখে ফেলছে। স্থানীয় প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।

মাদারীপুরের জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার বলেন, আমরা রাতের বালু উত্তোলন নিয়ে তথ্য নিচ্ছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু
শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু