• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিছিলে অংশ নিতে গিয়ে পা ভাঙলেন ছাত্রদল নেত্রী

   ১৫ জুলাই ২০২৫, ০৫:২২ পি.এম.
আহত ছাত্রদল নেত্রী জান্নাতুল ন‌ওরীন উর্মি

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে মিছিলে পদদলিত হয়ে পা ভেঙে আহত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। পরে সহকর্মীদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁর ডান পায়ে প্লাস্টার করেন এবং অন্তত এক মাসের বিশ্রামের পরামর্শ দেন।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড় এলাকায়। ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শাহবাগ অভিমুখে রওনা হলে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছেই ভিড়ের চাপে উর্মি রাস্তায় পড়ে যান এবং পদদলিত হন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে জান্নাতুল নওরীন উর্মি বলেন, “সোমবারের প্রোগ্রামে অনেক ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে হঠাৎ আমি মাটিতে পড়ে যাই। পরে আর উঠে দাঁড়াতে পারিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা বলেছেন বেড রেস্টে থাকতে। তবে পা ভাঙা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো দলের গুরুত্বপূর্ণ সময়ে কর্মসূচিতে থাকতে না পারা।”

নওরীনের সঙ্গে থাকা ছাত্রদল নেত্রী ফারহানা বিনতে ইভা বলেন, “মিছিলটি শুরু হয় দলীয় কার্যালয় থেকে এবং মাত্র ৫ মিনিটের মধ্যে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছায়। সেখানে রোড ডিভাইডারের কারণে রাস্তা সরু হয়ে যায়, যার ফলে পেছন থেকে নেতাকর্মীদের চাপ বেড়ে যায়। এক কর্মী ভারসাম্য হারিয়ে উর্মির ওপর পড়ে যান এবং তখনই তিনি রাস্তায় পড়ে যান। উঠে দাঁড়ানোর আগেই ভিড়ে পদদলিত হন।”

ছাত্রদল সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জান্নাতুল নওরীন উর্মিকে আপাতত সক্রিয় রাজনীতির বাইরে থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী