• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরাকে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন তেল স্থাপনা

   ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ইরাকে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন তেল স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে হওয়া এই হামলায় মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের দুহক প্রদেশের সারসাং তেল ক্ষেত্রে স্থানীয় সময় সকাল ৭টার দিকে ড্রোন হামলা হয়। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। যদিও এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এইচকেএন এনার্জির বিবৃতিতে জানানো হয়, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সারসাং তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমাদের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”

এই ঘটনার আগের দিন, সোমবার, কুর্দিস্তানের আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা হয়। সেখানে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। একইসঙ্গে খুরমালা তেলক্ষেত্রেও দুটি ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় খুরমালায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকার সারসাং তেল ক্ষেত্রে হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। সরকারের ভাষ্যমতে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন ও রকেট হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার পেছনে সাধারণত ইরান-সমর্থিত মার্কিনবিরোধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা থাকে বলে ধারণা করা হয়।

বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য রয়েছে। তারা আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার