• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

   ১৬ জুলাই ২০২৫, ০১:৩৫ পি.এম.
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

বরিশাল প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক প্রায় দেড় টার সময় বরিশাল নগরীর কাশিপুর গার্লস হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান- বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জোহন গিফারী ।

তিনি বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে ঢাকা থেকে বরিশালগামী চেয়ারম্যান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ১০ জন আহতকে উদ্ধার করে। এরমধ্যে ১ জন নারী ও ৯ জন পুরুষ। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এমন দুর্ঘটনা কারণে বাস দুটি জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, ঢাকা থেকে পটুয়াখালির উদ্দেশ্যে আসা 'তাজ ট্রাভেলস' নামক যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩১৩) ঘটনাস্থলে আসলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী সাকুরা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল