• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জীবনঝুঁকিতে গ্রামবাসী

অপসোনিন ফার্মার স্বার্থে দপদপিয়ায় বিদ্যুৎ লাইন

   ১৬ জুলাই ২০২৫, ০৪:২২ পি.এম.
ঝুঁকিপূর্ন সঞ্চালন প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে উচ্চ ভোল্টেজের (৩৩,০০০) বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার উপর দিয়ে স্থাপনের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, অপসোনিন ফার্মা লিমিটেড তাদের বর্ধিত ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে এই সঞ্চালন লাইনটি দপদপিয়া আবাসিক এলাকার মধ্য দিয়ে স্থানান্তর করছে।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে অন্য পথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের অংশে পড়ে যাওয়ায় খয়রাবাদ নদীর উপর দিয়ে তা ঘুরিয়ে গ্রামবাসীর বসতবাড়ির উপর দিয়ে নেয়া হচ্ছে, যা জীবন ঝুঁকিপূর্ণ ও অবৈধ।

স্থানীয় বাসিন্দা রিমন খান জানান, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি। সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন হাজারো মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরেক বাসিন্দা মোঃ প্রান্ত খান বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে এমপি আমুর ছত্রছায়ায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরও তার অপরাধ বন্ধ হয়নি। বরং অপসোনিনকে সুবিধা দিতে গিয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

এসময় এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগ এসব অনিয়ম করছে। প্রতিবাদকারী কয়েকজনকে মামুন মেকার ও সরোয়ার নামের ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় দপদপিয়া এলাকার সর্বস্তরের জনগণ বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও উচ্চ ভোল্টেজের ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন প্রত্যাহারের দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, আমাদের এলাকার কিছু স্বার্থান্বেষী মহল অপসোনিন ফার্মা থেকে সুবিধা নিয়ে পুরো গ্রামের মানুষকে চরম ঝুঁকিতে ফেলেছে। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আবাসিক এলাকার ভেতর দিয়ে যেনো এমন উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন না নেওয়া হয়।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই