• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইনস্টিটিউট এর জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

   ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৬ পি.এম.

বরিশাল প্রতিনিধি

শতবর্ষের ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউট (মোহামেডান স্পোর্টিং ক্লাব) , বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক, জবর দখলের প্রতিবাদ, ও ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউটের জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সর্বস্তরের নাগরিকদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে  বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে, আয়োজিত এই সংবাদ সম্মেলনে সকল বক্তারা, বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক মুসলিম ইনস্টিটিউটের স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা বলেন, ১৯৩৭ সালে, শায়েস্তাবাদের জমিদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বরিশালের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার জন্য, নিজ মালিকানার ৩৩ শতাংশ জমি দান করেন। ১৯৪২ সালে, তার পুত্র সৈয়দ ফজলে রাব্বি এখানে মুসলিম ইনস্টিটিউট গড়ে তোলেন। পরবর্তীতে এই মুসলিম ইনস্টিটিউটে ভাষা আন্দোলনের লক্ষ্যে একাধিক সব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই জায়গাটিতে একসময় মোহামেডান স্পোর্টিং ক্লাব গড়ে তোলা হয়। দেশের ক্রীড়াঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা এই মোহামেডান ক্লাবের সদস্য ছিলেন এবং এই মাঠে খেলাধূলা করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ২০২৩ সালের, ১১ ই জানুয়ারি, আকস্মিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়ে পুরো স্থাপনাটি ধ্বংস করা হয়। মুছে যায় ঐতিহ্যবাহী মামুন স্পোর্টিং ক্লাবের নান্দনিক টিনশেড স্থাপনা।

গুটি কয়েক মানুষ প্রতিবাদ করলেও, তৎকালীন সময়ে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র প্রতি ভীতির কারণে, বরিশাল নগরবাসী, এই অবৈধ উচ্ছেদের  বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৫ আগস্ট এর পরবর্তী সময়, নেতৃবৃন্দ বরিশাল সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করলেও এই সমস্যার সমাধান করতে পারেনি। এর মাঝে জেলা প্রশাসনের পক্ষে, আন্দোলনকারী ব্যক্তিদের সাথে বৈঠকে সমঝোতার  অংশ হিসাবে, বিশ শতাংশ জমি বুঝিয়ে দেয়া হলেও, বিসিসি কর্তৃপক্ষ আকস্মিকভাবে বুলডোজার চালিয়ে তা উচ্ছেদ করে ফেলে। গতকাল এই উচ্ছেদ অভিযানে, বিসিসির শত শত স্টাফরা   অংশ নেয়। আমরা অবিলম্বে মুসলিম  ইন্সটিটিউটের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানাই। সেই সাথে আন্দোলনকারীদের সাথে অসৌজন্য মূলক আচরণ  করায় ও অবৈধ উচ্ছেদ অভিযান চালানোর জন্য আমরা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসকের প্রত্যাহার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে, আন্দোলন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান জানান "যদি আমাদের জমি ফিরিয়ে না দেয়া হয়, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে "

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মনীষা চক্রবর্তী বলেন "এই জমির সকল লিগ্যাল রাইটস আমাদের অনুকূলে -সিটি কর্পোরেশনের কোন লিগ্যাল রাইটস নাই। সে কারণে জনগণের জমি জনগণের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লেখক ও ইতিহাসবিদ সাইফুল আহসান বুলবুল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, গণসংহতি  আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু , বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ , সিপিবির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার,বরিশাল  সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি হাফিজুর রহমান হীরা প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই