• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা ও ২৪ ঘন্টার আলটিমেটাম

   ১৬ জুলাই ২০২৫, ০৯:২১ পি.এম.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। গোটা পুলিশি ব্যবস্থাকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ বিরোধী সাঁড়াশি অভিযান পরিচানলা করতে হবে।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের কাউকে কাঠগড়ার বাইরে দেখতে চাই না। ২৪ ঘণ্টার মধ্যে এ দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি না মানা হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধীদের ৩ দফা গুলো:-

১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

২. আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।

৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী