• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না: নাহিদ

   ১৭ জুলাই ২০২৫, ১২:০৮ পি.এম.
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি গোপালগঞ্জে সংগঠিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার জন্য সরকার, প্রশাসন ও মুজিববাদী শক্তিকেই দায়ী করেন। একইসঙ্গে তিনি আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন –‘গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি।’

তিনি আরও বলেন –‘গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করবো। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবো।’

নাহিদ ইসলাম দাবি করেন, এনসিপির কর্মসূচি ছিল পূর্বঘোষিত এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি বলেন –‘আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের ওপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানেও হয়েছিল। আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়।’

তিনি আরও বলেন –‘৫ই অগাস্টের পরে অনেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচার চাওয়া হলেও সরকার ও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি –‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেফতার করা হয় নাই। গ্রেফতার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে।’

এনসিপি নেতার দাবি, গোপালগঞ্জে হামলার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে হামলায় অংশ নেয়। প্রশাসনের একাংশের সহযোগিতায় এ হামলা সংঘটিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন –‘আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়েই গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, শুধু পথসভা করেছি। এরপরেও ফেরার পথে আমাদের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।’

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন –‘কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশাও করি না। আমরা চাই, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার হোক।’

তিনি সরকারের উদ্দেশে বলেন –‘এই পরিস্থিতির দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে। সঠিক সময়ে পদক্ষেপ নিলে এই হত্যাকাণ্ড এড়ানো যেত।’

শেষাংশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন –‘আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম, শহীদের রক্তের শপথ নিয়ে আবারো যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করবো। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে।’

তিনি শহীদদের স্মরণ করে বলেন –‘শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো। মকসুদপুরে, কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর আছে—এই মাটি মুজিববাদীদের হতে দিবো না।’

সকল প্রতিবাদকারী ও সহানুভূতিশীল মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম শেষ করেন এই বার্তা দিয়ে –‘ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে।’

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি