• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওএমএস ডিলার নিয়োগ

   ১৭ জুলাই ২০২৫, ০১:৩০ পি.এম.

রাজশাহী ব্যুরো

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মাইন উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে নতুন করে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগ দিয়েছেন। এ নিয়ে অনৈতিক সুবিধা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন আগের ডিলাররা।

অভিযোগ রয়েছে, নতুন ডিলারদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাদের কাছ থেকে উপঢৌকন নেওয়া হয়েছে। অথচ রাজশাহী বিভাগের অন্য কোনো জেলায় পুরনো ডিলারদের বাদ দেওয়া হয়নি।

এর আগে পুরনো ৩০ জন ডিলারের নিয়োগ বাতিল করায় তারা উচ্চ আদালতে রিট করেন। আদালত রুল জারি করে তাদের মেয়াদ শেষে পর্যন্ত ওএমএস কার্যক্রম চালিয়ে যেতে বলেন। সে অনুযায়ী তারা গত ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। কিন্তু এর পরদিনই আরসি ফুড নতুন ৩০ জনকে নিয়োগ দেন।

পুরনো ডিলাররা অভিযোগ করেছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই তারা লাইসেন্স নবায়নের আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। বরং নতুন নিয়োগের জন্য তড়িঘড়ি করা হয়েছে। তারা বলছেন, কোনো অনিয়ম ছাড়াই সবাইকে বাদ দেওয়া এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত নিয়োগ না দেওয়া—এটাই নিয়ম।

নগরের সাবেক ডিলার আজিজুল ইসলাম বলেন, ‘রিট চলমান অবস্থায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। কেন নবায়ন হয়নি, তার কোনো ব্যাখ্যা নেই। আমরা শুনছি, মোটা অঙ্কের লেনদেন হয়েছে। আরেকজন সাবেক ডিলার আব্বাস আলী বলেন, ‘বিভাগের অন্য জেলাগুলোতে পুরনো ডিলাররাই আছেন। শুধু রাজশাহীতেই সবাইকে একসঙ্গে বাদ দেওয়া হয়েছে।’

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক বলেন, ‘যেহেতু নতুন নিয়োগ কার্যক্রম চলছিল, তাই লাইসেন্স নবায়ন করা হয়নি। কেউ আপত্তি করলে আদালতে যেতে পারেন। এ বিষয়ে আরসি ফুড মাইন উদ্দিন বর্তমানে ফ্রান্সে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পুরনো ডিলাররা এই অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন এবং নিয়োগ বাতিল করে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুলা বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস
মুলা বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস
শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা
রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা