• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে ডিম ভর্তি পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত

   ১৭ জুলাই ২০২৫, ০৬:১৯ পি.এম.

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডিমভর্তি একটি পিকআপভ্যান রাস্তার পাশে খাদে উল্টে পড়ে নুর নবী নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে। মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে পিকআপভ্যানে ডিমবোঝাই করে শরীয়তপুর যাচ্ছিল চালক, হেলপার ও ব্যবসায়ী নুর নবী। মাঝপথে গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক হিজবুল্লাহ, হেলপার সজিব ও ব্যবসায়ী নুর নবী। পরে চালক পালিয়ে গেলেও নুর নবীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা