• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নির্বাচন পেছাতে গভীর ষড়যন্ত্র চলছে: এহছানুল হক মিলন

   ১৮ জুলাই ২০২৫, ০৪:১২ পি.এম.
এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুরো নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে একটি বিশেষ মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিলন বলেন, –ড. ইউনূস নির্বাচনপন্থী অবস্থান নিয়েছেন। অথচ কিছু গোষ্ঠী নির্বাচন পেছাতে চায়। আমরা সবাই মিলে তাদের ষড়যন্ত্র প্রতিহত করব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ।

কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী মো. শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত ও সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়াজী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ ও সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্থানীয় জনসাধারণের মধ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ