• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ‘মাস্তুল’

   ১৯ জুলাই ২০২৫, ১২:৪০ পি.এম.
‘মাস্তুল’ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’। এরপর আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে ছবিটি। প্রশংসিতও হয়েছে বেশ।

দেশটির চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতায় আমন্ত্রিত হয়েছে এ ছবি। ১৫ থেকে ২১ আগস্ট কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে উৎসবটি। এবারের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
 
ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।

কলকাতা ও কাজান ছাড়াও সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও অংশ নেবে ছবিটি। তবে এর আগেই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা