• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৬৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

   ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ পি.এম.
নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলায় ৮ লক্ষ গাছের চারা রোপণের বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) নবাবগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী। 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এর উদ্যোগে এই কর্মসূচি শুরু হলো।

সকাল থেকেই নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ শুরু হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এবং জনবহুল স্থানে চারা রোপণ করেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও এই মহতী কর্মসূচিতে অংশ নিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আমাদের উপজেলায় ৬৩ হাজার চারা রোপণ কর্মসূচি ধাপে ধাপে পুরো উপজেলায় বাস্তবায়িত হবে। এর মধ্যে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রয়েছে। এটি শুধু সবুজায়নই নয়, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় একটি সবুজ ও স্বাস্থ্যকর শহরে পরিণত হবে। উপজেলা প্রশাসন এই কর্মসূচির সার্বিক সফলতার জন্য নিবিড় তদারকি করছে।
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন ও বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই