নির্বাচন ছাড়া অন্য পথ বিপজ্জনক হবে: আমির খসরু


চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা করলে তা বাংলাদেশের জন্য বিপদের কারণ হবে।
শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, –ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো চিন্তা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। জনগণ স্থিতিশীল ও সহনশীল বাংলাদেশ চায়। তাই নির্বাচনের বিকল্প কোনো পথ নেই।
বিএনপি নেতা বলেন, –জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ-সরকার; এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। যারা নির্বাচন চান না, তাদের দল করার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন আছে।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সব সমস্যা ও বৈষম্য দূর করতে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ রাখা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
ভিওডি বাংলা/ডিআর