• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইউক্রেনে তিনশর বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া

   ১৯ জুলাই ২০২৫, ০৫:১১ পি.এম.
রাশিয়ার হামলায় ইউক্রেনের ওডেশায় আবাসিক ভবনে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১৯ জুলাই) রাতভর চালানো এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির প্রাক্কালে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলছিল, কিন্তু রাশিয়ার এই সাঁড়াশি হামলা সেই আশাকে প্রায় বিলীন করে দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া তিন শতাধিক ড্রোন ও ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলাকে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ হামলা বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

ওডেসার মেয়র হেন্নাদিই ত্রুখানোভ জানান, কৃষ্ণসাগর উপকূলীয় শহরটিতে ২০টিরও বেশি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে এক ব্যক্তি নিহত হন এবং একটি বহুতল ভবনে আগুন ধরে গেলে পাঁচজনকে উদ্ধার করা হয়। এছাড়া এক শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলেও হামলা চালানো হয়, যার ফলে সেখানে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের নিক্ষিপ্ত ৭১টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীমুখী আরও ১৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া এক রাতেই যত ড্রোন ব্যবহার করছে, তা পুরো ২০২৪ সালের ব্যবহৃত ড্রোনের সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে। ৮ জুলাইয়ের হামলায় রাশিয়া ৭০০টির বেশি ড্রোন ব্যবহার করেছিল—যা এক রেকর্ড হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা পাওয়ার ক্ষেত্রে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য যৌথ অস্ত্র উৎপাদন, ড্রোন নির্মাণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এই ধরনের হামলার মাত্রা আরও বাড়তে পারে, এবং যুদ্ধের ভয়াবহতা ক্রমেই আরও ভয়ংকর রূপ নিতে পারে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত