• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে

বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

   ২০ জুলাই ২০২৫, ০১:৪১ পি.এম.
বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ জুলাই) বিকাল আগামীর চট্টগ্রাম-১৬(বাঁশখালী) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তরুণ রাজনীতিবিদ মফিজুর রহমান আশিকের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ইমরানুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় 

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। এভাবে অপপ্রচার চলতে থাকলে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়বে। তারেক রহমানের একজন কর্মী বেঁচে থাকতে তার বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ অব্যাহত থাকবে।

বাংলাদেশে একজন মাত্র নেতা আছেন যার নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে, আর তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এই ৩১ দফার আলোকে তিনি ভবিষ্যতে বাংলাদেশের সর্বক্ষেত্রে সংস্কার ও উন্নয়ন করবেন।

বাঁশখালীতে আমাদের সৌভাগ্য যে, এখানে মফিজুর রহমান আশিকের মতো একজন সৎ, ত্যাগী, দক্ষ ও মেধাবী ছাত্রনেতা রয়েছেন। তিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার আতঙ্ক, আর সেই কারণেই তাকে দুইবার গুম করে অবর্ণনীয় অমানবিক নির্যাতন করা হয়েছে। যদি বিএনপি তাকে মনোনীত প্রার্থী করে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে অবহেলিত জনপদ বাঁশখালী বদলে যাবে। অন্যায়, অবিচার, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রবর্তন করতে তিনি সক্ষম।”

সভাপতির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ বলেন, জনাব তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তাকে বাদ দিয়ে দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তার নামে কটুক্তিমূলক বক্তব্য আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করছে। পার্শ্ববর্তী দেশের আগ্রাসন ও সন্ত্রাস মোকাবেলায় তারেক রহমানই এ দেশের মানুষের শেষ ভরসা। ইনশাল্লাহ, তিনি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশকে একটি মর্যাদাশীল ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন।

মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। তিনি একজন সৎ, ত্যাগী, নির্যাতিত, নিষ্ঠাবান এবং নির্লোভ নেতা। যদি বিএনপি তাকে বাঁশখালীর সংসদ সদস্য হিসেবে মনোনীত করে, তাহলে বাঁশখালীর মানুষের জীবনযাত্রা ও ভাগ্যের উন্নয়ন ঘটবে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে অভূতপূর্ব পরিবর্তন আসবে। অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি দৃঢ়ভাবে রুখে দাঁড়াবেন। একজন শিক্ষিত ও মার্জিত ছাত্রনেতা নেতৃত্বে এলে দেশ ও সমাজ বদলে যায়।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও বিএনপির সকল স্তরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন: চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা জালাল উদ্দিন, মহানগর যুবনেতা আরিফুল ইসলাম, সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান, তরুণ যুবনেতা জুনাইদ করিম, অ্যাডভোকেট ইলিয়াস, তরুণ যুবনেতা শামশুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আশেকুর রহমান, ছাত্রনেতা মাইমুনুর রশিদ, সেচ্ছাসেবকদল নেতা হেফাজ উদ্দিন মানিক, ছাত্রনেতা মিশকাত, আব্দুর রহমান, মিয়া প্রমুখ।

এছাড়াও ছনুয়া ও পুইছড়ি ইউনিয়নের শত শত বিএনপি নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি