• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দুই ভাইয়ের এক বউ!

   ২০ জুলাই ২০২৫, ০২:৪৭ পি.এম.
ভারতের হিমাচলে এক নারীকে বিয়ে করেছেন দুই ভাই। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে দুই ভাই মিলে একই নারীকে বিয়ে করেছেন—এই ব্যতিক্রমধর্মী ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এটিকে কেউ অবৈধ বা অস্বাভাবিক বললেও, বর-কনে বলছেন, এটি তাদের সম্প্রদায়ের পুরোনো প্রথা অনুযায়ী সম্পন্ন হয়েছে।

ঘটনাটি ঘটেছে হিমাচলের সিরমৌর জেলার শিলাই এলাকার কুনহাট গ্রামের সুনীতা চৌহান ও দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগিকে নিয়ে। ১২ জুলাই তিনদিনব্যাপী বিয়ের আয়োজন হয় স্থানীয় ট্রান্স-গিরি এলাকায়। উৎসবে পাহাড়ি গান, ঐতিহ্যবাহী খাবার আর স্থানীয় সংস্কৃতির ছাপ ছিল স্পষ্ট। আমন্ত্রিত ছিলেন শত শত মানুষ।

প্রদীপ নেগি সরকারি চাকরিজীবী, আর কপিল নেগি কাজ করেন বিদেশে। তারা হিমাচলের ‘হাট্টি’ সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ে যুগ যুগ ধরে চলে আসা ‘হাট্টি পলিয়ান্দ্রি’ নামের এক প্রথা অনুযায়ী, দুই ভাই এক নারীকে বিয়ে করে সম্মিলিত সংসার করেন। এতে স্ত্রী এবং দুই স্বামী একসঙ্গেই বসবাস করেন, আর সাধারণত এতে দ্বন্দ্বের আশঙ্কা থাকে না বলেই দাবি স্থানীয়দের।

প্রদীপ ও কপিল বলেন, –এই বিয়েতে আমরা গর্বিত। এটি আমাদের পারিবারিক ঐক্য ও সহমর্মিতার প্রতীক। সামাজিকভাবেই আমরা এ বিয়ে করেছি।–

নববধূ সুনীতা বলেন, –আমি কোনো চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। এটি আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমাদের বন্ধনকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে চাই।–

প্রসঙ্গত, তিন বছর আগে হাট্টি সম্প্রদায়কে ভারতের তপশিলি জনজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় সূত্র জানায়, শুধু শিলাইয়ের বাধানা গ্রামেই গত ছয় বছরে এমন অন্তত পাঁচটি বিয়ের নজির রয়েছে। ফলে সম্প্রদায়ের অনেকে বলছেন, এটি এখন আর বিরল ঘটনা নয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ