নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভ কর্মসূচী


টাঙ্গাইল প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
রোববার (২০ জুলাই) সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাঁতীদলের উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, এবং শ্রমিক নেতা কেএম সেলিম।
এসময় বক্তারা জানান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদের মাধ্যদিয়ে আমরা এই বিক্ষোভ কর্মসূচী পালন করছি। এই বিক্ষোভের মাধ্যমে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে যে বা যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বক্তারা আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে এধরনের মন্তব্য কখনো মেনে নেবে না।
বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে তাঁতীদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিওডি বাংলা/ এমএইচ