• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের

বিনোদন ডেস্ক    ২১ জুলাই ২০২৫, ১১:৩২ এ.এম.
ভারতীয় মডেল উরফি জাভেদ । ছবি : সংগৃহিত

ভারতের আলোচিত সমালোচিত মডেল উরফি জাভেদ। একের পর এক উদ্ভট পোশাকে রীতিমতো সবাইকে চমকে দেওয়াই তার নেশা। ।ভক্তদের চমকে দেয়ায় পারদর্শী এ বিতর্কিত মডেল।

তবে এ বার উরফিকে দেখে উদ্বিগ্ন ভক্তরা! ঠোট ফুলে একাকার হয়ে গেছে তার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ‍কিছুদিন আগে চোখ, মুখ ফুলে একাকার হয়েছিল উরফির। জানা যায়, অ্যালার্জির কারণেই নাকি এমন অবস্থা হয়েছিল উরফির।  তবে, এবার ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন উরফি, সেখানে তাঁকে চেনাই দায়! ঠোঁট ফুলে চেহারাই পুরো বদলে গিয়েছে তাঁর। একঝলকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে।

একটি সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, অনেক বছর আগে তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছিলেন। সেই সময় বোটক্স করিয়েছিলেন বলেও জানা যায়। যদিও এসব বিষয়ে খোলামেলা কথা বলতে কখনও পিছপা হননি তিনি।

যে কারণে ভক্তেরাও উরফির প্রশংসা করেছেন মন খুলে। এ বার ঠোঁটের সেই ফিলার্স খুলে ফেলতেই চিকিৎসকের দ্বারস্থ উরফি।
ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ঠোঁটে আগের রূপ আবারও ফিরিয়ে আনতে চাইছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সূচ ফোটানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং, আমি আগে করা ফিলার্সটা সরিয়ে ফেলছি। কারণ, সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি তিন সপ্তাহ পর আবারও ফিলার্স করাবো। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই সবটা করব। তবে এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেব।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল