• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল

   ২১ জুলাই ২০২৫, ১২:১৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে গিয়েছিলে। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেন আটকে যাওয়ার পর যাত্রীরা নেমে পড়ে। অবশ্য পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেন আবার চলতে শুরু করে।

মিরপুর থেকে আসা এক যাত্রী বলেন, বিজয় সরণির মোড় ঘুরতেই শব্দ করে ট্রেনটির বেশির ভাগ আলো বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। কিন্তু এরপর ট্রেনটি আর চলেনি। কিন্তু এ সময়ে ট্রেনের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ ছিল। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

সোমবার সকাল ১০টায় মেট্রোরেল পেসেঞ্জার কমিউনিটি নামে ফেসবুক পোস্টে ফাহিম ফরায়েজি নামের এক যাত্রী লিখেছেন, কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন বিজয় সরণি স্টেশন পার হওয়ার পর চলন্ত অবস্থায় কয়েক মিলিসেকেন্ডের জন্য ব্রেক করে আবার চলতে শুরু করে। এতে ট্রেনে হঠাৎ ঝাঁকুনি হয়। আর যাত্রীদের একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। এসি বন্ধ হয়ে যায় এবং ট্রেনের লাইট অফ হয়ে যায়। 

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ প্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বলেন, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। এটা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে এটা সাময়িক। পাঁচ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বৃষ্টির প্রভাব বাজারে, কাঁচামরিচ কেজি ৪শ’ টাকা
বৃষ্টির প্রভাব বাজারে, কাঁচামরিচ কেজি ৪শ’ টাকা
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন